নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণের দায়িত্ব মূলত বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি)। কিন্তু নির্বাচন পদ্ধতির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। সোমবার (৯ মে) রাজধানী ঢাকায় বনানীতে নিজের কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সভায় উপস্থিত একাধিক নেতার বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরই প্রতিক্রিয়া জানালেন জাপা চেয়ারম্যান।
জিএম কাদের জানান, নির্বাচনে পদ্ধতিগত কোনও পরিবর্তন আনতে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নেবেন। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে- সেই আলোচনা ওই সভায় কতটা প্রাসঙ্গিক সে বিষয়ে মতভেদ আছে। তিনি জানান, নিরক্ষরতার জন্য এ দেশে এখনও প্রার্থীর নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়। এ বাস্তবতায় ইভিএমে ভোটগ্রহণ কতটা যৌক্তিক তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।
এমকে