ইইউ’র সহযোগিতা চায় বাংলাদেশ

০৯ মে ২০২২

স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পদযাত্রায় ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা চেয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (৯ মে) রাতে রাজধানী ঢাকায় একটি হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এ সহযোগিতা চেয়েছেন তিনি।

 আইনমন্ত্রী জানান, বৈশ্বিক সাপ্লাই চেইনের নির্ভরযোগ্য একটি অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হতে বাংলাদেশকে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়নের শুল্কমুক্ত বাজার সুবিধা। এ ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে রূপান্তর ঘটছে। ইন্দো-প্যাসিফিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে সারা বিশ্ব এখন হুমকির মুখে।   আর এ হুমকি   সবাইকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর