চলমান অর্থনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ চলছে। চলছে সহিংসতা। বিক্ষোভকারীদের সহিংসতা থামাতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। তবুও থামেনি। বরং বেড়েছে। সোমবার সরকারি দলের সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা করলে সহিংসতা চরম আকার ধারণ করে। রাজধানী কলম্বোর কাছে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর এক এমপির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মাউন্ট লাভিনিয়া এলাকায় সাবেক মন্ত্রী জনস্টন ফেরনান্দোর আবাসিক ভবন ও বর্তমান এমপি সনাথ নিশানথার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ভিডিও ফুটেজে জ্বলন্ত ঘর থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে।
শ্রীলঙ্কাজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। বিক্ষোভ–সহিংসতার মুখে পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপক্ষে। প্রথমে মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা রড ও লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালান। এরপর দুই পক্ষের সহিংসতায় আরও দুজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।