ঘূর্ণিঝড় অশনি ধেয়ে আসছে সমুদ্রের উপকূলবর্তী ভারতের রাজ্য অন্ধ্র প্রদেশ ও ওডিশার দিকে। এর প্রভাবে সোমবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। সন্ধ্যার পর কলকাতায় মৃদু ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। ইতোমধ্যে অশনি বেশ শক্তিশালী হয়েছে। এখন ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে অন্ধ্র ও ওডিশার উপকূলের দিকে এগোচ্ছে। চলছে ঝোড়ো হাওয়াও। ডুবেও গেছে কলকাতার বহু এলাকা।
পর্যটন এলাকা দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরসহ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে মাইক নিয়ে পুলিশ নেমেছে। সমুদ্রে না যাওয়ার জন্য তারা ঘোষণা দিচ্ছে। সুন্দরবন এলাকার নদীতে নৌকা নিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ।
কলকাতার আবহাওয়া অফিস জানিয়েছে, অশনি প্রথমে আঘাত হানতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলে, তারপর তা বাঁক নিয়ে ঢুকতে পারে ওডিশায়। পশ্চিমবঙ্গে তেমন জোরালোভাবে আঘাত না করলেও অশনির ঝাপটা আঘাত করবে এ রাজ্যে। ফলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হবে। এরইমধ্যে কলকাতাসহ এ রাজ্যের সমুদ্রের উপকূলবর্তী এলাকায় শুরুও হয়ে গেছে ভারী বৃষ্টি।