অবশেষে পদত্যাগ মাহিন্দা রাজাপক্ষের

১০ মে ২০২২

আন্দোলন সংগ্রামের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে অবশেষে পদত্যাগ করেছেন। সোমবার তার মুখপাত্র রোহান ওয়েলিউইটা এ তথ্য জানান। মাহিন্দার সমর্থক ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কিছু সময় পর এ পদত্যাগের ঘোষণা এলো। ওই সংঘর্ষে ৭৮ জন আহত হয়েছেন। এরপরই দেশ জুড়ে কারফিউ জারি করেছে পুলিশ।

 

৭৬ বছর বয়সী মাহিন্দা তার পদত্যাগপত্র ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে জমা দেন। মুখপাত্র রোহান বলেন, ‘নতুন জোট সরকার’ গঠনের পথ তৈরি করতে তিনি (মাহিন্দা) পদত্যাগ করেছেন।

 

শ্রীলঙ্কার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য দেশটির ক্ষমতাধর রাজাপক্ষে পরিবারকে দায়ী করা হচ্ছে। প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে। নজিরবিহীন ও সংকটের মধ্যে সোমবারের এ সংঘর্ষের পর কারফিউ জারি করে পুলিশ।


মন্তব্য
জেলার খবর