রুশ অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার মিলিটারি অবকাঠামো ধ্বংস

১২ মার্চ ২০২২

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এ অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এ অভিযান।

 

এদিকে, বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এ সময়ে রুশ সামরিক অভিযানে ইউক্রেনের তিন হাজার ৪৯১টি সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য দিয়েছে।


মন্তব্য
জেলার খবর