২৪ ঘণ্টায় শনাক্ত ২৬ করোনা রোগী

১০ মে ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও রোগটি শনাক্ত হয়েছে ২৬ জনের। সেই সঙ্গে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৫ জন। মঙ্গলবার (১০ মে ) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৪৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ৭  হাজার ৪৯০টি। শনাক্তের হার ০ দশমিক ৫৪।

অধিদফতরটি আরও জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন। এক কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৩ দশমিক ৯২ শতাংশ নমুনায় করোনাভাইরাস ছিল।

এমকে

 


মন্তব্য
জেলার খবর