ঘূর্ণিঝড় ‘অশনি’র কারণে বিদ্যুতের কোনো সমস্যা হলে স্থানীয় বিদ্যুৎ অফিসে দ্রুত ফোন করার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, বিদ্যুৎকর্মীরা দ্রুত তথ্য পেলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নিতে পারবেন। মঙ্গলবার (১০ মে) ফেসবুকে ভেরিফায়েড করা নিজের অ্যাকাউন্টে এ পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
অশনির প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তাছাড়া কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। উদ্ভুত পরিস্থিতি প্রতিমন্ত্রী জানান, ঝড়ের কারণে কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে গেলে, বিদ্যুৎ লাইনের ওপরে গাছ বা ডাল-পালা পড়ে থাকলে কিংবা ট্রান্সফর্মারের বিকট শব্দ শোনা গেলে স্থানীয় বিদ্যুৎ অফিসে দ্রুত ফোন করে জানাতে হবে। অভিযোগ কেন্দ্রের নম্বর বিদ্যুৎ বিলের অপর পৃষ্ঠায় পাওয়া যাবে।
এমকে