জিডিপির প্রবৃদ্ধি হার ৭.২৫

১০ মে ২০২২

দেশে সাময়িক হিসাবে চলতি অর্থবছরে ৭.২৫-এ দাঁড়িয়েছে জিডিপির প্রবৃদ্ধির হার। সেই সঙ্গে দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে বেড়েছে ২১ হাজার ৭৩২ টাকা। চলতি অর্থবছরের ৬-৭ মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে জিডিপির এ সাময়িক হিসাব প্রস্তুত করা হয়েছে। সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক হিসাবটি বলছে, চলতি অর্থবছরের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত অর্থবছরে এ আয় ছিল ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। গত অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯৪ ভাগ।

এমকে


মন্তব্য
জেলার খবর