মন্তব্য
দেশের বাজারে সব ধরণের সোনার দাম ভরি প্রতি বর্তমান বাজার মূল্য থেকে এক হাজার টাকার কিছুটা বেশি কমানো হয়েছে। বুধবার (১১ মে) থেকে নতুন দর কার্যকর হবে। মঙ্গলবার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ।
বাজুস বলেছে, নতুন দরে ২২ ক্যারেটের (ভালো মানের) সোনা প্রতি ভরির দাম পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। আর ২১ ক্যারেট ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৫২ হাজার ১৯৬ টাকায় বেচাকেনা হবে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এমকে