জাতীয় সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদেরও তথ্য হালনাগাদ করবে দলটি। এজন্য আলাদাভাবে দলের কেন্দ্রীয় দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ দায়িত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। আর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদের দায়িত্ব দেওয়া হয়েছে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। সেই সঙ্গে আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে।
এমকে