মেয়রের ওপর হামলা, আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

১০ মে ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন হয়েছে। নড়াইল পৌরবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১০ মে) দুপুরে শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে আদালত চত্বর পর্যন্ত বড় এলাকাজুড়ে এ মানববন্ধন হয়। হালকা বৃষ্টির মধ্যেও প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেয়। এছাড়া বিক্ষোভ মিছিলও হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, প্যানেল মেয়র কাজী জহিরুল হক, রেজাউল বিশ্বাস , কাউন্সিলর শরফুল আলম লিটু, ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, শ্রমিক নেতা মশিয়ার রহমান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সদস্য হাফিজ খান মিলন, বিপ্লব বিশ্বাস বিলো, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সহসভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, নারীনেত্রী রওশন আরা কবির লিলি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ। এদিকে নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর