সানি লিওনের বাংলাদেশে আসতে বাধা

১২ মার্চ ২০২২

ঢাকা আসার অনুমতি পাননি সাবেক পর্নতারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন। বাংলাদেশের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা আসার কথা ছিল তার। কিন্তু সানির ঢাকা আসার অনুমতি বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণে’ করনজিৎ কর ওয়েভারের (সানি লিওন) বাংলাদেশে আগমণের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে। যদিও এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের আবেদনের প্রেক্ষিতে সানি লিওনকে ঢাকায় আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

 

বুধবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা থেকে মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক মো: সেলিম খানকে পাঠানো এক চিঠিতে বলা হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১০ জন ভারতীয় অভিনয় শিল্পী ও কলাকুশলী এবং অভিনেত্রী সানি লিওন ওরফে করনজিৎ কৌর ওয়েবারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমণের অনুমতি বা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করনজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।

তবে সানি লিওনের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রযোজক সেলিম খান। উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সানি লিওনকে প্রবেশ আটকে গেল। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর আপত্তির মুখে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর