ফিলিপাইনের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। মার্কোস দেশটির সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। আগামী ছয় বছরের জন্য ফিলিপাইনের শাসনক্ষমতা গ্রহণ করবেন।
‘বংবং’ নামে পরিচিত মার্কোস জুনিয়র তার প্রতিদ্বন্দ্বী লেনি রোব্রেদোকে হারিয়ে রেকর্ড গড়েছেন। তিনি রোব্রেদোর চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। সোমবারের ওই নির্বাচনে তিন কোটির বেশি ভোট পেয়েছেন তিনি। স্থানীয় সময় গ সোমবার সকাল ছয়টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ও প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দুই দশকের বেশি সময় দেশটি শাসন করেছিলেন। ফার্দিনান্দ মার্কোসের ক্ষমতাচ্যুতির পর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মার্কোস জুনিয়র। ফিলিপাইনে ফার্দিনান্দ মার্কোস ১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নির্বাসনে যেতে বাধ্য হন। তার শাসনামলে ফিলিপাইনে তিন হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়। বাবার ক্ষমতাচ্যুতির সাড়ে তিন দশকের বেশি সময় পর দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন মার্কোস জুনিয়র। আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।