শ্রীলঙ্কায় এমপি-মন্ত্রীদের পালানো ঠেকাতে বিমানবন্দরে বিক্ষোভকারীরা

১১ মে ২০২২

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, একদল বিক্ষুব্ধ তরুণ কাতুনায়েকে মুক্তবাণিজ্য জোন (এফটিজেড) এলাকার সড়কে অবস্থান নিয়েছেন। তারা রাস্তায় আড়াআড়ি করে যানবাহন রেখে অবরোধ করেছেন। ওই সড়ক দিয়ে শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশ করতে হয়।

 

বিক্ষোভকারীরা বলছেন, চলমান বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর যাতে সংসদ সদস্যরা দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তারা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে সড়ক আটকেছেন।


মন্তব্য
জেলার খবর