হজ খরচে ২ প্যাকেজ ঘোষণা সরকারের

১১ মে ২০২২

এ বছর হজের খরচে হিসেবে সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬২ হাজার টাকা। এ টাকায় মসজিদুল হারামের ১ হাজার ৫০০ মিটারের মধ্যে অবস্থান করতে পারবেন হজব্রত মুসল্লীরা। বুধবার (১১ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্যাকেজ-১ এর আওতায় খরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এ প্যাকেজের আওতায় মসজিদুল হারামের ১হাজার মিটার দূরত্বের মধ্যে থাকবেন হজব্রত মুসল্লীরা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকার আরেকটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ দুটির সঙ্গে মিল রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

এমকে


মন্তব্য
জেলার খবর