মন্তব্য
এ বছর হজের খরচে হিসেবে সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬২ হাজার টাকা। এ টাকায় মসজিদুল হারামের ১ হাজার ৫০০ মিটারের মধ্যে অবস্থান করতে পারবেন হজব্রত মুসল্লীরা। বুধবার (১১ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্যাকেজ-১ এর আওতায় খরচ হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এ প্যাকেজের আওতায় মসজিদুল হারামের ১হাজার মিটার দূরত্বের মধ্যে থাকবেন হজব্রত মুসল্লীরা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকার আরেকটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ দুটির সঙ্গে মিল রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।
এমকে