২৪ ঘণ্টায় ৩৩ করোনা রোগী শনাক্ত

১১ মে ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত কারো এ সময়ে মৃত্যু না হলেও এ রোগ থেকে সুস্থ হয়েছেন ২৪৯ জন। বুধবার (১১ মে ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধিদফতরের হিসাবে, এ সময়ে শনাক্তের হার ছিল ০ দশমিক ৫৩। নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২১৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ১৮২টি।

অধিদফতরটি আরো জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জন করোনা রোগী  শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ১২৭ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন। এক কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ দশমিক ৯২ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর