বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার(১০মে) সন্ধ্যার পরে উপজেলার বেড়েরবাড়ী কাতলাহার বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ধুনটের বেড়েরবাড়ি সরদারপাড়া এলাকার দিরাজ সরদারের ছেলে এনামুল হক(৩৬) এবং একই এলাকার খলিলুর রহমানের ছেলে সুমন রহমান(২৮)।
বগুড়া সিআইডি জানায়, এমপি আসবে বলে গত ১০ এপ্রিল এ মামলার আরেক আসামী নবাব আলী হিটলুকে লোকজন জমায়েত করতে বলেন। তার কথা মতো ভিকটিম কিছু সংখ্যক মোটরসাইকেল ও লোকজন জড়ো করেন। কিন্তু সেদিনে এমপি নিমগাছীতে আসেননি। এদিকে নবার আলীর কাছে ওই সব লোকের মোটরসাইকেলের তেল খরচ চায় ভিটকিম। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে হিটলুর পায়ের গোড়ালির রগ কেটে হত্যা করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি বগুড়ার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে