লিটার ১১০ টাকায় সয়াবিন বিক্রি করবে টিসিবি

১১ মে ২০২২

আগামী সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে  প্রতি লিটার ১১০ টাকায় সয়াবিন বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর সঙ্গে বাজারের খুচরা মূল্যের তুলনায় সাশ্রয়ী দামে বিক্রি করবে আরও তিন পণ্য। ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। বুধবার (১১ মে) টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান এ তথ্য জানিয়েছেন।

বাকি তিন পণ্যের মধ্যে আছে মসুর ডাল, চিনি ও ছোলা। টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন-  প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা, চিনি  ৫৫ টাকা এবং  ছোলা ৬৫ টাকা দরে বিক্রি হবে। রমজানের কিছু ছোলা বিক্রি না হওয়ায় ডিলারদের বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কোনো ক্রেতা চাইলেই কেবল তার কাছে ছোলা বিক্রি করা হবে। তিনি জানান, একজন ক্রেতা টিসিবির ভ্রাম্যমান ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এমকে


মন্তব্য
জেলার খবর