মন্তব্য
দেশের জিডিপির হিসাব নিয়ে আইএমএফ-বিশ্বব্যাংকসহ অন্য কেউই আপত্তি করেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, তারা যে এ বিষয়ে একমত, সেটা দেখলেই বোঝা যায়। চারদিকে তাকালেই বুঝা যায়- দেশের অর্থনীতি কতটা শক্তিশালী ও বেগবান। বুধবার (১১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, যেসব প্রকল্প এখন না করে ছয় মাস পর করলেও কোনো ধরণের ক্ষতি হবে না সেগুলো বাতিল না করে সময় পেছানো হয়েছে। জিডিপির হিসাবে কোনো পরিবর্তন আনা হয়নি, কোনো কোম্পানিকেও যুক্ত করা হয়নি। যেভাবে হিসাব করা হয়, সেভাবেই করা হয়েছে। যে তথ্য দেওয়া হয়েছে, সেগুলো দেশের মানুষের জন্য।
এমকে