আওয়ামী লীগ সরকারের অধীনে কেবল বিএনপিই নয়, দেশের অন্যান্য বিরোধী দলও আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে না। এবার এ সরকার অধীনে আর নির্বাচন হবে না। নির্বাচন তখনই হবে, যখন জনগণ জয়লাভ করবে। সেই নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যাবে। বুধবার (১১ মে) রাজধানী ঢাকার শেরে-ই বাংলা নগরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদেরকে সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
বিএনপির এ নেতা বলেন, তারা (আওয়ামী লীগ) সব বিশ্বাস নষ্ট করেছে। জনগণের দাবি পূরণ হলেই নির্বাচন হবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে । তিনি জানান, দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না।
এমকে