তেলবীজের উৎপাদন বাড়াতে হবে

১১ মে ২০২২

দেশে ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানি করতে হয়। এ নির্ভরতা কমিয়ে আনতে তেলবীজের উৎপাদন বাড়াতে হবে। আর এজন্য গবেষণা ও উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা গ্রহণ করতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার (১১ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক কর্মশালায় আমদানির তথ্য জানানোসহ এ নির্দেশ দেন।

ড. আব্দুর রাজ্জাক জানান, দেশে ভোজ্যতেল আমদানিতে বছরে ২ বিলিয়ন ডলারের বেশি খরচ হচ্ছে। তাই আমদানির অর্ধেকও উৎপাদন করা যায় কিনা, সেটা দেখতে হবে। আমাদের সে সক্ষমতা রয়েছে। কোথায় কোথায় সরিষার উৎপাদন বাড়ানো যায়, সেটা নির্ধারণ করতে হবে। উৎপাদন বৃদ্ধিতে এক্সটেনশন সিস্টেম ডেভেলপ করতে হবে। এটা করা গেলে আগামী ৩-৪ বছরের মধ্যেই ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদন সম্ভব- যোগ করে মন্ত্রী।

কৃষিমন্ত্রী জানান, উৎপাদন বাড়াতে হলে ভালো মানের গবেষণার দরকার। সরকার গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। এ টাকা দিয়ে করা গবেষণা মানসম্পন্ন কি-না দেখা হবে। শুধু গবেষণা করলে হবে না, মাঠ পর্যায়ে তার ফলাফলের বিষয়টি বিবেচনা করতে হবে।

কর্মশালায় কৃষি সচিব সায়েদুল ইসলাম, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ বখতিয়ার ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর