প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহরের শিশুরা ফ্ল্যাটে আবদ্ধ হয়ে পড়ছে। ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে তারা। তাই শহরের ছেলেমেয়েরা যেন হাত-পা ছুড়ে খেলতে পারে- এমন ব্যবস্থা করা উচিত তাদের বাবা-মায়ের। বুধবার (১১ মে) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে শিশুদের খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে এসব কথা বলেন। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল যুক্ত হন। অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গ্রামীণ খেলাগুলো চালুর ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার এ ব্যাপারে সহায়তা করছে। এ খেলাগুলো আরও এগিয়ে যাক- এটাই চায় সরকার। ডাংগুলি, কাবাডি থেকে শুরু করে দেশীয় খেলাগুলো আন্তঃস্কুল প্রতিযোগিতায় আনতে হবে। প্রসঙ্গত, ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ২০১৩-২০২০ সালে মনোনীত ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়।
এমকে