সূচক কমেছে,লেনদেন বেড়েছে

১২ মে ২০২২

বুধবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর কমেছে। নেতিবাচক প্রবণতা দেখা গেছে  সূচকের। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।

সূচকের মধ্যে ডিএসইএক্স ৭৩ দশমিক ৬২, ডিএসইএস ১৫ দশমিক ৪৭ আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ১৩ পয়েন্ট হ্রাস পায়। ডিএসইএক্স ছয় হাজার ৫৯১ দশমিক ৯৯, ডিএসইএস এক হাজার ৪৩৩ দশমিক ৪১ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪২০ দশমিক ৬৪ পয়েন্টে স্থির হয়।

এদিনে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩২৩টির এবং বাকি ২১টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় এক হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৫৮ কোটি ৫৮ টাকা। লেনদেন কমেছে ১২২ কোটি ২৯ লাখ টাকা।

বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র গেছে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড, ৯৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ছয় দশমিক ৯৬ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

এমকে


মন্তব্য
জেলার খবর