দ্রুত সরকার গঠন করা না গেলে অবস্থা হবে ভয়াবহ

১২ মে ২০২২

চরম অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কা। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। দেশটির এমন পরিস্থিতির জন্য ক্ষমতাসীন সরকারকে দায়ী করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সেখানকার জনগণ। প্রায় দুমাস ধরে আন্দোলন চলছে। আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাক্ষে।

 

দেশটিতে আন্দোলন চরম আকার ধারণ করেছে। সোমবার বিক্ষোভকারীদের ওপর সরকারি দলের হামলার পর আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের থামাতে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। জারি করা হয়েছে কারফিউ। তবুও দমাতে পারেনি তাদের। সিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবিতে অনড় বিক্ষোভকারীর।

 

গোতাবায়াকে ক্ষমতা ছাড়তে চাপ দিচ্ছে বিরোধী দলগুলোও। এ পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সতর্ক করে বলেছেন, আগামী দুই দিনের মধ্যে নতুন সরকার গঠন না করা গেলে, দেশের অর্থনীতি একেবারে ধসে পড়বে। দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে পদত্যাগ করবেন তিনি।

 

অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কার হাতে বৈদেশিক মুদ্রার যে মজুত আছে, তা দিয়ে সপ্তাহখানেকের বেশি আমদানিপ্রক্রিয়া চালানো সম্ভব হবে না। গভর্নর নন্দলাল বিরাসিংহে বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিতে হবে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছাড়া সে আলোচনা এগোবে না।


মন্তব্য
জেলার খবর