ডিসেম্বরে আসছে রণবীর-জ্যাকুলিনের ছবি

১২ মে ২০২২

শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপার স্টার রণবীর সিং ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘সার্কাস’ সিনেমা। সম্প্রতি ছবিটির পোস্টোর প্রকাশ করা হয়েছে। এ বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।

 

 

ছবিটি গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বন্ধ রাখা হয় শুটিং।

 

শেক্সপিয়ারের ‘কমেডি অফ এররস’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এ ছবিতে রণবীর সিং দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার সাথে জ্যাকুলিন ছাড়াও রয়েছেন পূজা হেগড়ে। এ ছাড়াও পোস্টারে দেখা যাচ্ছে একগুচ্ছ অভিনেতাকে। অর্থাৎ একটি বিশাল ক্রু নিয়ে কাজ করেছেন রোহিত ও ছবির পটভূমিকা সার্কাস। শীতকালে সার্কাস দেখার অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। এখন সেই ট্রেন্ডই ফিরিয়ে আনছেন রোহিত শেঠি।


মন্তব্য
জেলার খবর