মন্তব্য
দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়ে মোট ২ লাখ ৬ হাজার ৬৬৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ তেল ন্যায্য দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়েছে। পাশাপাশি ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১৪টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রমও পরিচালিত হয়েছে এদিনে। এ কার্যক্রমের আওতায় জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এমকে