গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে- শনাক্ত হয়েছে ১৯৮ জন, মারা গেছেন তিনজন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ২৫৭ ও পাঁচ জন। স্বাস্থ্য অধিদফতরের শুক্র ও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ৭৭। মোট আক্রান্তে মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮২১ জন।
এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১০৮ জন, ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৩৭১টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩১।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৮৪টি, পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৮৩টি। মারা যাওয়া তিন জনই পুরুষ। বিভাগের মধ্যে একজন করে আছেন ঢাকা, রাজশাহী ও বরিশালে। তিন জনই সরকারি হাসপাতালে মারা গেছেন, চিকিৎসাধীন ছিলেন সেখানে।
এমকে