ভোট ইভিএমে নেওয়া যৌক্তিক হবে না: জিএম কাদের

১২ মে ২০২২

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া যৌক্তিক হবে না বলে মনে করছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। যুক্তি দেখিয়েছেন, নিরক্ষরতার জন্য সবাই প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না। তাই নির্বাচনে নামের পাশে প্রতীক ব্যবহার করতে হয়। বৃহস্পতিবার (১২ মে)  রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ইভিএমের অসুবিধা প্রসঙ্গে জিএম কাদের জানান, ব্যালট পেপার না থাকায় ইভিএম পদ্ধতিতে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। ভোটিং মেশিন যে রেজাল্ট দিবে, তাই ঘোষণা হবে। সভায় সভাপতিত্ব করেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

এমকে


মন্তব্য
জেলার খবর