লঞ্চঘাটে বাড়তি টোল আদায়ে যুবককের কারাদণ্ড

১২ মে ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের বকশি লঞ্চঘাটে যাত্রীদের কাছে থেকে বাড়তি টোল আদায় করায় সোহাগ (২৪) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. আবু আবদুল্লাহ খান এ দণ্ডাদেশ দেন। সোহাগ  সরকারি নির্ধারিত টোল ৫ টাকা স্থলে ১০ টাকা আদায় করছিলেন। চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু আবদুল্লাহ খান  বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর