ডেনমার্ক দূতাবাস ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রশাসন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়েছে। আবেদন করা যাবে ১৭ মে, ২০২২ পর্যন্ত।
পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং, অ্যাডমিনিস্ট্রেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, আউটলুক, টিমস, ওয়েবেক্সের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, কাজ সপ্তাহে ২০ ঘণ্টা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ২০ ঘণ্টা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া বছরে ২০ দিন সবেতন ছুটি, পেনশন স্কিম ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application as Assistant to the Sector Counsellor’ উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।