দেশে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পদধ্বনি আবারও শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, এখন অনাহারে মারা যাচ্ছে না ঠিকই। কিন্তু অর্ধাহার ও অপুষ্টিতে আছে অনেকে। শনিবার (১২ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এমন মন্তব্য করেন। বিএনটি নেতা ব্যারিস্টার মওদুদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে ব্যারিস্টার মওদুদ আহমদ স্মৃতি পরিষদ।
অমর্ত্য সেনের লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১৯৭৪ সালে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। কিন্তু দুর্ভিক্ষে তিন লাখ মানুষ মারা গিয়েছিল।
সভায় আরও বক্তব্য দেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম. আমির উল ইসলাম, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবদুল মতিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।
এমকে