সাগরে ২০ মে থেকে ৬৫ দিন মাছ ধরা যাবে না

১৩ মে ২০২২

আগামী ২০ মে থেকে ২৩ জুলাই- এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের নৌযানের মাধ্যমে যে কোন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছে,  দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি করার জন্য মৎস্য আহরণ বন্ধ রাখা হবে।এ ক্ষেত্রে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মৎস্যজীবী সমিতির সদস্যদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণ হলে মৎস্যজীবীদেরই লাভ হবে। সরকার শুধু মৎস্যজীবী ও দেশের সাধারণ মানুষের স্বার্থকে নিশ্চিত করতে কাজ করছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর