মন্তব্য
রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞায় বিপদে পড়েছে ইউরোপ। ইউরোপের দেশগুলো এখন গ্যাস সঙ্কটে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সরবরাহকারী কোম্পানি গাজপ্রোমের ইউরোপীয় সহায়ক সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।
মূলত ইউক্রেন একটি গ্যাস ট্রানজিট রুট বন্ধ করার একদিনের মাথায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় পুতিন প্রশাসন। আর এতে বিপদ বেড়েছে ইউরোপের। রুশ গ্যাসের বিকল্প নিশ্চিত করতে ইউরোপের ওপর চাপ আরও বাড়ছে।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে মস্কো ইতোমধ্যে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এছাড়া ইউরোপের অন্য দেশগুলোও সামনে শীত মৌসুমের আগে নিজেদের ক্রমবর্ধমান গ্যাসের মজুদ পূরণের জন্য কার্যত হন্য হয়ে দৌড়াচ্ছে। খবর রয়টার্সের।