মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগী শনাক্ত হওয়ার সংখ্যা বেড়েছে, শনাক্ত হয়েছে ২২ জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১৮ জন। তবে আগের ২৪ ঘণ্টার মতোই গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। পাশাপাশি এ রোগ থেকে সেরে ওঠেছেন ২২০ জন। শনিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের সংগ্রহসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬৫টি নমুনা। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ ।
এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। আর ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯১।
এমকে