হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার গ্রেফতার

১৪ মে ২০২২

দেশ থেকে হাজার কোটি পাচারকারী এনআরবি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) স্ত্রী ও ৪ সহযোগীসহ ভারতে গ্রেফতার হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গে অশোকনগরের একটি বাড়ি থেকে দেশটির তদন্ত সংস্থাএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) স্ত্রীসহ তাকে গ্রেফতার করেছে। ওই বাড়িতে আত্মগোপনে ছিল সে। বাকিদের গ্রেফতার করা হয়েছে পৃথক এলাকা থেকে।  গ্রেফতারকৃতদের মধ্যে তার ভাইও আছে। খবর ভারতীয় গণমাধ্যমের।

খবরে বলা হয়েছে, পিকে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন। এর আগে ১৩ মে দেশটির অন্তত ১০টি স্থানে অভিযান চালিয়ে তার ২২টি বাড়ির সন্ধান পায় ইডি। অভিযানকালে পি কে হালদারের সহযোগী স্বপন মিত্র ও তার দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ ছাড়া মুর্শিদাবাদের কাটুয়া থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পি কে হালদারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তাকে ধরতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পি কে হালদার বরিশালের পিরোজপুরে বাসিন্দা। তার বাবা প্রণবেন্দু হালদার পেশায় ছিলেন গ্রাম্য বাজারের দর্জি। মা শিক্ষিকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর