সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে সমর্থন ও সহায়তা দেওয়ার কথা জানাল বিএনপি। দেশের বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে সকাল ৬ থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (১১ মার্চ) হরতালের ঘোষণা দেওয়ার পরদিন সমর্থন ও সহায়তা দেওয়ার কথা জানালেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান।
এদিকে বাম জোটের হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (বাংলাদেশ ন্যাপ)। অন্যদিকে একই দিনে (২৮ মার্চ) হরতাল ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সব রাজনৈতিক দল ও জনগণকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানান তিনি। বলেন, ২৮ মার্চ কেউ বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দিতে বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে হারতাল পালন করবেন।
এমকে