বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের লাশ মাটিতে পুঁতে ফেলার সময় প্রসূতির বাবা ও দুলাভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৩ মে) উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে এ ঘটনা ঘটে ৷ এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের পক্ষে আম্বিয়া বেগম নামের এক নারী থানায় মামলা করেছেন।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের কালাম শেখের ছেলে আলামীন শেখ (২৬) তার শ্বশুরবাড়িতে থাকেন। সেখানে তার নাবালিকা শালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ৷ এতে শালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৷ গত শুক্রবার প্রসব বেদনা উঠে। এ সময়ে তাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়৷ সেখানেই সেই নবজাতককে হত্যা করা হয়। এরপর লাশটি খালের পাশে পুঁতে ফেলার সময় প্রসূতির বাবা ও দুলাভাইকে আটক করা হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
অমিত পাল/এমকে