পঞ্চগড় প্রতিনিধি:
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মে) দুপুরে জেলা দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ হয়।
জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,ভোট চুরি,উন্নয়ন কাজে চুরিসহ সব জায়গায় এখন চুরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। মিথ্যে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেলে দেওয়া হচ্ছে। বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি ও অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ উপস্থিত ছিলেন।
মো.সম্রাট হোসাইন/এমকে