পুকুর ঘাটে বসা নিয়ে বাকবিতন্ডা, যুবককে ছুরিকাঘাত

১৪ মে ২০২২

বাগেরহাট প্রতিনিধি : 

বাগেরহাটের রামপাল উপজেলায় পুকুর ঘাটে বসা নিয়ে বাকবিতন্ডার জের ধরে ওবায়দুল্লাহ (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার গাববুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একই গ্রামের আলমগীর শেখের ছেলে সজিব শেখ (১৮) তাকে ছুরিকাঘাত করে বলে ভুক্তভোগীর অভিযোগ।

স্থানীয়রা এবং পুলিশ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংযোগ রাস্তায় পুকুর ঘাটের সিড়িতে বসাকে কেন্দ্র সজিব শেখের সঙ্গে ওবায়দুল্লাহর সাথে বাক বিতন্ডা হয় ৷ এরপর সজিব উত্তেজিত হয়ে বাড়িতে গিয়ে ছুরি নিয়ে এসে  ছুরিকাঘাত করে ৷ গুরুতর অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷ 

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন বলেন, পুলিশ সজিবের পিতা আলমগীর শেখকে আটক করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল ৷

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর