ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় শনিবার একদল মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জেলেনস্কি সিনেটরদের রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি তার নিয়মিত রাতের ভাষণে এ তথ্য জানান। খবর বিবিসির।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ আমি (ইউক্রেনের রাজধানী) কিয়েভে সিনেটের রিপাবলিকান-নেতা মিচেল ম্যাকোনেলের নেতৃত্বে মার্কিন সিনেটরদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছি।’
‘আমি বিশ্বাস করি—(মার্কিন সিনেটরদের) এ সফর আরও একবার আমাদের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের শক্তি, ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্ত সম্পর্কের নজির প্রদর্শন করল।’
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, বৈঠকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করার বিষয়েও আলোচনা হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘লেন্ড লিজ কার্যক্রম পুনরায় চালু করার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি বৈঠকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছি।’