নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় মুশফিক-তামিম

১৫ মে ২০২২

ফর্মে নেই বলে সমালোচনার মুখে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অবশ্য ব্যতিক্রম ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। শেষ কয়েকটি টেস্টে ভালোই খেলেছেন তিনি। এই দুই ক্রিকেটার দারুণ একটি কীর্তির সামনে দাঁড়িয়ে। টেস্টে পাঁচ হাজারি ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা।

 

পাঁচ হাজারি ক্লাবের সদস্য হতে হলে মুশফিককে করতে হবে ৬৮ রান। আর তামিমের প্রয়োজন ১৫২ রান।

 

আগামীকাল রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। ঘরের মাঠে সাফল্য পাওয়ার। 

 

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের। ৮০ টেস্ট সাতটি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরিতে ৪৯৩২ রান করেছেন সাবেক এই অধিনায়ক। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

 

তবে গত বেশ কিছু দিন ধরে ফের্ম নেই মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৩ রানের অপরাজিত ইনিংস খেলার পর মুশফিক ১৮ ইনিংস খেলেছেন। এর মধ্যে মাত্র তিনটি অর্ধশতক করতে পেরেছেন। যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি দুই ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ৬৪ রান করেছেন। যার মধ্যে একটি অর্ধশতক রয়েছে।

 

তামিম এখন পর্যন্ত ৬৫ টেস্ট খেলে ৩৯.৪১ গড়ে নয়টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরিতে ৪৮৪৮ রান করেছেন তামিম। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট খেলে দুই ইনিংসে ৪৭ ও ১৩ রান করেন তিনি।

 

টেস্টে বাংলাদেশের পক্ষে শীর্ষ পাঁচ ব্যাটার :

 

মুশফিকুর রহিম    ৮০ ম্যাচে    ৪৯৩২ রান

 

তামিম ইকবাল     ৬৫    ম্যাচে   ৪৮৪৮ রান

 

সাকিব আল হাসান    ৫৯    ম্যাচে ৪০২৯ রান

 

মুমিনুল হক ৫১ ম্যাচে ৩৫১৪ রান

 

হাবিবুল বাশার    ৫০ ম্যাচে  ৩০২৬ রান


মন্তব্য
জেলার খবর