চলতি সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা

১২ মার্চ ২০২২

চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা রাতের তুলনায় দিনে কিছুটা বেশি থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পূর্বাভাসে শনিবার (১২ মার্চ) এমনটাই জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

শনিবার (১২ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড  হয়েছে সিলেটে। বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ৩২ দশমিক ৮, ময়মনসিংহে ৩১, চট্টগ্রামে  ৩৩ দশমিক ৭, সিলেটে ৩৫ দশমিক ৩, রাজশাহীতে ৩২ দশমিক ৯, রংপুরে ৩২ দশমিক ৭, খুলনায় ৩২ দশমিক ৫ এবং বরিশালে  ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

প্রাপ্ত তথ্য বলছে, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির কোনও শঙ্কা  নেই। তারপরও  হুট করেই কালবৈশাখী ঝড় হতেও পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমকে


মন্তব্য
জেলার খবর