২৪ ঘণ্টায় ৩৩ রোগী শনাক্ত

১৫ মে ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে পরীক্ষা করা নমুনার মধ্যে ৩৩টিতে করোনা শনাক্ত হয়েছে।  এ সময়ে কোনো করোনা রোগী মারা না গেলেও সুস্থ হয়েছেন ২৬৯ জন। রোববার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তির বলা হয়েছে, এ সময়ে শূন্য দশমিক ৮৬ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল। ৩ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১৮টি।

অধিদফতরটি জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।  নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৭৫৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর