জাতীয় সংসদ নির্বাচন ইস্যূতে বিএনপি আসলে কী চায়, সেটা তারা নিজেরাও জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনও নিরপেক্ষ আবার কখনও জাতীয় সরকারের কথা বলছে তারা। রোববার (১৫ মে) রাজধানী ঢাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংকালে এমন মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ বিভ্রান্ত। নেতিবাচক রাজনীতি করতে করতে এখন তারা খাদের কিনারায় পৌঁছেছে। ওবায়দুল কাদের বিএনপিকে বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দেওয়ার আহবান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে আবারও জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাস চালানোসহ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হলে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। ওবায়দুল কাদের বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময়।
এমকে