ট্রাকের চাকায় ‍পিষ্ট স্ত্রীর মৃত্যু, স্বামী-মেয়ে আহত

১৫ মে ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  নিহার বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামী ও মেয়ে আহত হয়েছে।  শনিবার (১৪ মে) রাতে পৌর এলাকার ভাই ভাই ফিলিং স্টেশনের সংলগ্ন চরফ্যাশন-শশীভূষণ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা মোটরসাইকেলে যাচ্ছিল।

নিহার বেগমের স্বামীর না জাকির পাটোয়ারী (৬৫) ও মেয়ের নাম  নিলা বেগম (১০)। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাকির পাটোয়ারীর বাড়ি শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাহানপুর গ্রামে।

ভুক্তভোগী জাকির পাটোয়ারী জানান, চরফ্যাশন থেকে মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে জাহানপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দুর্ঘটনাস্থলে একটি অটোবোরাককে অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তার স্ত্রী  ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চরফ্যাশন থানার উপপরিদর্শক(এসআই) জাহিদ হাসান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর