খাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

১৫ মে ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলায় নিখোঁজের পরদিন  মমিন (৪) নামের এক শিশুর মরদেহ  উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মে) দুপুর ১২ টার দিকে ভেদুরিয়া ইউনিয়নের হেতনারহাট খালে মরদেহটি ভেসে ওঠে। এর আগে শনিবার দুপুরে এ খালে গোসল করতে এসে নিখোঁজ হয় সে। মমিন ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফারুক বেপারীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,  নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর রাতে অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল থেকেই এলাকায় মাইকিং করছিল স্বজনেরা। এদিকে যে স্থলে মমিন গোসল করতে এসেছিল, সেখান থেকে প্রায় আধাকিলোমিটার দুরে দুপুর ১২টার দিকে মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সাভির্সের সদস্যরা।  

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর