পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার

১৫ মে ২০২২

দেশে পণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার নিরলস কাজ করছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তার দাবি, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে অনেক পণ্যের দাম কম। রোববার (১৫ মে) সিলেট সদর খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ভারতের গম রফতানি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, সরকারিভাবে গম রপ্তানি বন্ধ করেনি ভারত। আর বন্ধ করলেও বাংলাদেশে এর প্রভাব পড়বে না। ধানের দাম বাড়ানো প্রসঙ্গে জানান, ধানের দাম বাড়লে চালের দামও বাড়বে। সে কারণে যৌক্তিকভাবে ধানের দাম নির্ধারণ করা হয়, যাতে ফসলের ন্যায্যমূল্য পায় কৃষক। সরকার প্রণোদনা হিসেবে কৃষককে সার, বীজ ও নানা কৃষি উপকরণ দিয়ে থাকে।  যৌক্তিক যে দাম নির্ধারণ হয়েছে, সে দামেই ধান-চাল সংগ্রহ হবে।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. রায়হানুল কবীর, পরিচালক মো. জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা প্রমূখ খাদ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর