অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রিতে সর্তক থাকার পরামর্শ

১২ মার্চ ২০২২

এম, এ জিন্নাহ, চাটমোহর :

চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি না করা এবং ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাবনার চাটমোহরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উপজেলা শাখার বার্ষিক সম্মেলন সমিতির সদস্যদের এ পরামর্শ দেন বক্তারা।

শনিবার (১২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন হয়। দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড.  সাখাওয়াত হোসেন সাখো। সভাপতিত্ব করেন সমিতির চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক।

বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, ওসি আনোয়ার হোসেন, সমিতিটির পাবনা জেলা শাখার সভাপতি  এ এফ এম হুমায়ুন কবির খোকন, ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ফরিদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হোসেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ। সম্মেলন থেকে পাবনা জেলা শাখার সভাপতি চাটমোহর উপজেলা শাখাকে জেলার উপশাখা ঘোষণা দেন।

মহিদুল খান


মন্তব্য
জেলার খবর