মৃত্যু নেই, শনাক্ত ৩৭

১৬ মে ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত কারো এ সময়ে মৃত্যু না হলেও  সুস্থ হয়েছেন ২২০ জন। সোমবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে ৪ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭। অধিদফতরটি জানায়, তাদের হিসাবে শনাক্ত রোগীর সংখ্যা মোট ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন । এর মধ্যে  ২৯ হাজার ১২৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন।শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯০।

এমকে

 


মন্তব্য
জেলার খবর